শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিল্লিতে প্রথম দিনেই অলআউট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

অষ্টম ভারতীয় বোলার হিসেবে আড়াই শ উইকেট নেওয়ার ক্লাবে নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজা। বাঁ-হাতি স্পিনার জাদ্দু দিল্লি টেস্ট শুরু করেছিলেন ২৪৯ উইকেট নিয়ে। গতকাল প্রথম দিনে মাইলফলকটি গড়েন উসমান খাজার উইকেট নিয়ে। এখন তার উইকেটসংখ্যা ৬২ টেস্টে ২৫২। নাগপুর টেস্টে ভারতের স্পিনারদের ঘূর্ণিতে বেসামাল হয়ে তিন দিনেই হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি দিল্লিতেও। দিল্লি টেস্টের প্রথম দিনে স্বাগতিক দুই স্পিনারের ফের ঘূর্ণিতে নাকাল হয়েছেন সফরকারী ব্যাটাররা। অবশ্য রবীচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে বল হাতে নাজেহাল করেছেন ডান হাতি সুইং বোলার মোহাম্মদ সামিও। তিন স্বাগতিক বোলারের সাঁড়াশি আক্রমণে ৭৮.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ২১ রান তুলে দিন পার করেছে ভারত। আজ স্বাগতিকরা ২৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে। অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ওপেনার উসমান খাজা। ১২৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮১ রানের পর্বতসমান ইনিংস খেলেন খাজা। পিটার হ্যান্ডসকম্ব ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৪২ বলে ৯ চারে। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স ৫৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেললেও ২৬৩ রান করে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে সামি ৪ উইকেট নেন ৬০ রানের খরচে। অশ্বিন ৩ উইকেট নেন ৫৭ রানের খরচে এবং জাদেজা ৩ উইকেট নেন ৬৮ রানের খরচে।

সর্বশেষ খবর