মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহৃত হবে। শুধু ইংল্যান্ড সিরিজ নয়, ২০২৭ সাল পর্যন্ত ঘরের মাঠে সব আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে ডিআরএস ব্যবহৃত হবে। গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার কথা ছিল। কিন্তু টাইটেল কোম্পানির কোনো কর্মকর্তা না আসায় স্পনসরশিপ ঘোষণা করা হয়নি। আজ ঘোষণা করা হবে টাইটেল কোম্পানির নাম। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ২০২৭ সাল পর্যন্ত ‘ডিআরএস’-এর সঙ্গে চুক্তির কথা বলেন, ‘বাংলাদেশে যে সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।’ এছাড়া ঘরোয়া ক্রিকেটেও ডিআরএস ব্যবহারের চেষ্টা করছে বিসিবি।

সর্বশেষ খবর