মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গলফে শিরোপার স্বপ্ন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

গলফে শিরোপার স্বপ্ন বাংলাদেশের

‘হোম অব গলফ’ কুর্মিটোলায় আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণে ‘ওরিয়ন গ্রুপ ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’। বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের তারকা অ্যামেচার গলফাররা খেলবেন অ্যামেচারদের এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টে। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। চার দিনের টুর্নামেন্ট শেষ হয়ে ১১ মার্চ।

ঘরের মাঠে এমন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছি খুশি বাংলাদেশ গলফ ফেডারেশনের  সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মো. শওকত ওসমান। তিনি বলেন, ‘অ্যামেচারদের এমন একটি র‌্যাঙ্কিং টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্টটি অ্যামেচারদের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম।’

জয়েন্ট সেক্রেটারি ও কুর্মিটোলা গলফ কোর্সের সিইও কর্নেল (অব.) এম শহিদুল হক বলেন, ‘বিশ্বের অনেকগুলো দেশকে নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি অ্যামেচারদের এই র‌্যাঙ্কিং টুর্নামেন্ট। এটা খুবই আনন্দের খবর। এমন টুর্নামেন্টে খেলে অভিজ্ঞতা লাভ করে আমাদের অ্যামেচার গলফাররা কিছু দিন পর প্রোফেশনাল হয়ে বাংলাদেশের পতাকা বহন করবে। দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরবে।’

গলফ ফেডারেশনের চিফ কো-অর্ডিনেটর লে. কর্নেল (অব.) আহসান আজিজ বলেন, ‘এই টুর্নামেন্টের আয়োজক হতে পারাটা আমাদের দেশের জন্য গর্বের। যদিও এমন টুর্নামেন্টের আয়োজন করাটা অনেক চ্যালেঞ্জিং। আশা করছি এই চ্যালেঞ্জে আমরা সফল হব। ঘরের কোর্সে আমাদের গলফাররাও অনেক ভালো খেলে দেশকে শিরোপা উপহার দেবেন।’

বাংলাদেশ জাতীয় গলফ দলের কোচ নাদিম হোসেন বলেন, ‘আমাদের দল খুবই ভালো। আমি শিরোপা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমাদের প্রস্তুতিও অনেক ভালো হয়েছে। আমাদের গলফাররা যদি নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তাহলেই হবে।’

সর্বশেষ খবর