রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শিরোপার অপেক্ষায় সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার অপেক্ষায় সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের আরও একটি শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। থাইল্যান্ডের ব্লাক মাউন্টেইন গলফ ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে ২০১ (১৫ আন্ডার পার) খেলে শীর্ষে রয়েছেন তিনি। সিদ্দিকুরের সঙ্গে লিডারবোর্ডে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন ভারতের চিকারনগাপ্পা, অস্ট্রেলিয়ার জ্যাক মারে এবং থাইল্যান্ডের জ্যাক জানেওয়াতানন্দ।

সিদ্দিকুর রহমান এশিয়ার ট্যুরের প্রথম শিরোপা জেতেন ২০১০ সালে, ব্রুনাই ওপেনে। দ্বিতীয় শিরোপা জেতেন ২০১৩ সালে ভারত, হিরো ইন্ডিয়া ওপেন। এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জয়ের হাতছানি সিদ্দিকুরের।

থাইল্যান্ডে গতকাল ৮ পার খেলেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুকে তিনি বলেন, ‘এটা ছিল আমার সেরা দিন। আমি খুবই ভালো করেছি। আমার হিটিং খুবই চমৎকার ছিল। পার্টিং দুর্দান্ত। আজ (গতকাল) আমি নয়টি বার্ডি পেয়েছি। বগি করেছি মাত্র একটি। সব মিলে দুর্দান্ত হয়েছে। দেখা যাক, শেষ রাউন্ডে কেমন হয়।’

তৃতীয় রাউন্ডে শিরোপার কাছাকাছি থাকায় উচ্ছ্বসিত তার সতীর্থ গলফার জামাল হোসেন মোল্লা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। এশিয়ান ট্যুরের শিরোপা জেতা তো সোজা কথা নয়। জিততে পারলে এটা আমাদের জন্য আনন্দের বিষয় হবে।’

 

 

 

সর্বশেষ খবর