শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অর্থ ছাড়াই ফুটবল খেলেন সিশেলসের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ফুটবলে অর্থের অভাব নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসিরা কোটি কোটি ইউরো উপার্জন করেন। বাংলাদেশের ফুটবলারদের আয়ও কম নয়। পেশাদার লিগে সর্বোচ্চ আয়ের ফুটবলাররা কোটি বা কিছুটা বেশি আয় করে থাকেন। কম পেলেও লাখ লাখ টাকা আয় করেন তারা। কিন্তু এমনও এক দেশ আছে যাদের ফুটবলাররা বিনা টাকাতেই খেলে থাকেন। দলটির নাম সিশেলস। আজ তারা সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ফিফা টায়ার ওয়ান ম্যাচে। এই দলের ফুটবলাররা টাকা ছাড়াই খেলে থাকেন। মূলত তারা জীবিকা নির্বাহ করেন ফুটবলের পাশাপাশি অন্য কিছু করে। কেউ মাছ ধরেন, কেউবা জাজাহ চালান। কেউ আবার রাজমিস্ত্রির কাজ করেন। লীগের ফুটবল খেলতে গেলে পকেটে আসে না কোনো অর্থ। তবে কোনো ব্যবসায়ীর দৃষ্টি পড়লে কোনো ক্লাবের খেলা যদি তার ভালো লাগে তাহলে তিনি কিছু অর্থ দিয়ে থাকেন। কোচ বিবিয়ান জানালেন পুরস্কারের এ অর্থ সর্বোচ্চ ৩০ ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে অর্থ পান আর না পান সিশেলসের এসব অ্যামেচার ফুটবলার ফুটবল খেলে থাকেন নিজেদের উজাড় করে। ২০২১ সালে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। বিপরীত দিকে অর্থবিত্ত সুনামসহ শত সুবিধা থাকলেও বছরের পর বছর ধরে প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেছে বাংলাদেশের।

সর্বশেষ খবর