ফুটবলে দেশের বাইরে বাংলাদেশ প্রথম ট্রফি জয় করে মিয়ানমারে। ১৯৯৫ সালের অক্টোবর-নভেম্বরে চার জাতি টুর্নামেন্ট হয়। সেখানে বাংলাদেশ ও স্বাগতিক মিয়ানমার ছাড়াও অংশ নেয় শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। ফাইনালে বাংলাদেশ মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের পক্ষে ফাইনালে গোল করেন নকিব ও জোয়ার্দার।