মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

শেখ রাসেল না আবাহনী?

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ক্রীড়াচক্র ও ঢাকা আবাহনীর ফাইনালে ওঠার লড়াই আজ। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ দ্বিতীয় সেমিফাইনালে দুই দল মুখোমুখি হবে। বিকাল সোয়া ৩টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

যারা জিতবে তারা ৩০ মে ফাইনালে ঢাকা মোহামেডানের বিপক্ষে লড়বে। মোহামেডান প্রথম সেমিতে বসুন্ধরা কিংসকে পরাজিত করে। মৌসুমের প্রথম ট্রফি বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপেও শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ও আবাহনী। ম্যাচটি ৩-২ গোলে জিতে শেখ রাসেল ফাইনালে জায়গা করে নিলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। টাইব্রেকারে কিংসের কাছে হেরে যায়।

শেখ রাসেল ও আবাহনী শক্তির দিক দিয়ে কেউ কারও চেয়ে কম নয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আজ হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে? শেখ রাসেল না আবাহনী। অন্যবারের তুলনায় শেখ রাসেল এবার দারুণ পারফরম্যান্স প্রদর্শন করছে। স্বাধীনতা কাপে রানার্সআপ হয়েছে। লিগে ১৪ ম্যাচে খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর