শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব নিক পোথাসের

ক্রীড়া প্রতিবেদক

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার টার্গেটে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আসরে জয় পেয়েছিল ৩টি। তারপরও ১০ দলের টুর্নামেন্ট শেষ করেছিল অষ্টম হয়ে। স্বপ্ন পূরণ হয়নি সর্বশেষ বিশ্বকাপে। চার বছর পেরিয়েছে। এবারও টাইগারদের স্বপ্ন আকাশছোঁয়া। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পারফরম্যান্স সেই স্বপ্নকে শক্ত ভিত দিয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে সুপার লিগে ২৪ ম্যাচে ১৫টি জয় পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১৫৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। এই পারফরম্যান্সই প্রমাণ করে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। সেখানে ভালো করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে তামিম বাহিনী। বিশ্বকাপে ভালো করতে হলে প্রস্তুতিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস, ‘যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে হবে আমাদের। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করে নিজেদের সেরাটা দিতে হবে। এটিই আমরা করতে পারি। যে কোনো খেলায় বিশ্বকাপে এটিই করার থাকে। এটি সব সময় চমক নিয়ে আসে। তাই নিজেদের নিয়ে চিন্তা করাই ভালো। আমি নিশ্চিত, আমরা ঠিক থাকব।’

১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ২০০৩ সালের বিশ্বকাপ ছাড়া প্রতিটি আসরেই পারফরম্যান্স ভালো ছিল টাইগারদের। এবার বিশ্বকাপ সুপার লিগে মাত্র দুটি সিরিজ হেরেছে বাংলাদেশ। হারিয়েছে আফগানিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কাকে। ১০ দলের আসরে প্রতিটি দলই নিজেদের সেরা খেলতে চাইবে। নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে। এ জন্য টাইগার ক্রিকেটারদের পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে বলে জানান সহকারী কোচ পোথাস, ‘অন্য সব দেশ বিশ্বকাপে কী চায়? আমরাও এর ব্যতিক্রম নই। আমরাও খুব উচ্চাকাক্সক্ষী দল, ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা সবাই। বিশ্বকাপে আমরা নিজেদের গর্বিত করতে চাই। বিশ্বকাপে কোন পরিস্থিতিতে পড়তে হবে, কে জানে? আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না।’

চার মাস পর ওয়ানডে বিশ্বকাপ। হাতে যথেষ্ট সময় পাচ্ছে প্রস্তুতির। ১৪-১৮ জুন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে পুনরায় মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ।

সর্বশেষ খবর