শুরুতেই ইংল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে টানা দুই ম্যাচ জিতে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পাত্তাই দেয়নি কিউইরা। ৯ উইকেটে জয় পেয়েছিল। গতকাল হায়দরাবাদে ডাচরা কিছুটা প্রতিরোধ করলেও হেরে গেছে ৯৯ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ৩২২ রান করে কিউইরা। ব্যাট হাতে মিচেল স্যান্টনার ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে ৫৯ রান খরচে নেন ৫ উইকেট। কলিন আকারম্যান ৭৩ বলে ৬৯ রানের ঝলমলে ইনিংস খেললেও ডাচরা থামে ২২৩ রানে। ১৩ অক্টোবর লক্ষেèৗতে নিউজিল্যান্ড মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।