টি-২০ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলে আফগানিস্তান। সেমিফাইনাল খেলে ইতিহাস গড়ে দেশটি। অথচ দেশটির নারীদের ক্রিকেট খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির নারীরা ক্রিকেট খেলতে চাইছেন। অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থার মাধ্যমে আফগানিস্তানের এক সময়কার চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটার ক্রিকেটে ফিরতে আকুতিভরা অনুরোধ করেছেন আইসিসির কাছে। টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে একমাত্র আফগান নারীরা ক্রিকেট খেলেন না। নারীরা আবেদন করেছেন, তাদের যেন শরণার্থী দল হিসেবে খেলার সুযোগ করে দেয়। দেশটির তালেবান শাসকরা আগ্রহী নন বলে দেশটির নারীরা ক্রিকেট খেলতে পারছেন না। শুধু ক্রিকেট নয়, দেশটিতে নারীদের সব ধরনের খেলা বন্ধ করে দিয়েছে। শিক্ষাক্ষেত্রেও নারীদের চলাচল বন্ধ। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেটাররা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে একটি খেলা চিঠি লিখেছেন। সেখানে লিখেছেন, ‘আমরা নারী ক্রিকেটার হওয়ায় দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারছি না। আইসিসিকে অনুরোধ করছি অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রিকেটারদের নিয়ে আমাদের একটি শরণার্থী ক্রিকেট দল গঠনের। যে দলটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ইস্ট এশিয়ান ক্রিকেট কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এ দলটির মাধ্যমে আমরা পুরুষ ক্রিকেটারদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চাই।’ আইসিসির নিয়ম, প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের একটি নারী ক্রিকেট দল অবশ্যই থাকতে হবে। আফগানিস্তানেরও ছিল। ২০২০ সালের নভেম্বরে এসিবির উদ্যোগে কাবুলে নারী ক্রিকেটারদের একটি ট্রায়ালের আয়োজন করে ২৫ জন ক্রিকেটারকে চুক্তিভুক্ত করা হয়েছিল।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি