শেষ পর্যন্ত ভুটান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার সাবিনা খাতুনদের ভুটান যাওয়ার কথা। ২৪ ও ২৭ জুলাই থিম্পুতে ম্যাচ দুটি হবে। গতকাল বাফুফে ভবনে সফরের জন্য নাম ঘোষণা করেন কোচ পিটার বাটলার। এ প্রথম বাটলারের অধীনে দেশের বাইরে খেলতে যাচ্ছে নারী জাতীয় দল। অভিজ্ঞ ও তারুণ্য মিলিয়ে গড়া একটি দল নিয়ে ভুটান যাওয়ার আগে কোচ বলেছেন, ‘সিনিয়র ও জুনিয়র মিলিয়ে দল গড়া হয়েছে। এটাই আমার সেরা দল, আশা করি ভালো করব।’ এইচএসসি পরীক্ষার কারণে পাঁচ ফুটবলারকে রেখেই দল ভুটান যাবে।