ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম কবে শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জাতীয় দল মাঠে নামতে পারে আগামী মাসেই। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। কোচ হাভিয়ের কাবরেরা চাচ্ছিলেন ম্যাচটি যেন বাংলাদেশে হয়। বাফুফের চিন্তা ছিল বসুন্ধরা কিংস অ্যারিনায় দুটি ম্যাচ আয়োজন করার। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে এসে খেলতে আগ্রহী নয়। এক্ষেত্রে দেশটির ফুটবল ফেডারেশন নিরাপত্তার ব্যাপারে জোর দিয়েছে। যার ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর নির্ধারিত দুটি ম্যাচ থিম্পুতে হওয়ার সম্ভাবনা বেশি।
এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ভুটানের বিপক্ষে দুটি ম্যাচে অংশ নেওয়া মোটামুটি নিশ্চিত। কিন্তু ভুটান বাংলাদেশে এসে খেলতে চাচ্ছে না। তাই থিম্পুতে খেলতে সমস্যা নেই। এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো একই পটে থাকলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। তাই বাফুফে চাইছে ভুটানের সঙ্গে খেলে র্যাঙ্কিং বাড়াতে। যদিও সাধারণ সম্পাদক বলেছেন ভুটানের মাটিতে জয় পাওয়াটা কঠিনই বলা যায়।