টানা চার দিন লড়াই করেও মৃত্যুর কাছে হেরে গেছেন উগান্ডার ম্যারাথন অ্যাথলেট রেবেকা চেপেতেগেই। প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে ৪৪তম হন তিনি। গত ১ সেপ্টেম্বর প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রল ঢেলে পাশবিকভাবে আগুন লাগিয়ে দেন রেবেকার শরীরে। এতে তার শরীরের ৭৫ শতাংশের বেশি পুড়ে যায়। এরপর থেকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। কিন্তু পারেননি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে উগান্ডার অলিম্পিক কমিটি। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকার লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপেতেগেইয়ের মৃত্যুটি দুঃখজনক। এমন আক্রমণ কাপুরুষোচিত ও বিবেকহীন। যার কারণে আমরা একজন দুর্দান্ত অ্যাথলেট হারালাম।’