পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’। গতকাল সিরিজের ৩ নম্বর ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০ রানের কষ্টার্জিত জয়ে সিরিজ জিতেছেন নারী ক্রিকেটাররা। সিরিজের এখনো দুই ম্যাচ বাকি। অপেক্ষা হোয়াইটওয়াশের। ১৭ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ম্যাচ। গতকাল ঘাম ঝরানো জয় পেয়েছেন নিগাররা। কিন্তু প্রথম দুটি ম্যাচ জিতেছিল সহজে। প্রথমটি জিতেছিল ৭ উইকেটে এবং দ্বিতীয়টি জিতেছে ১০৪ রানের আকাশসমান ব্যবধানে। তৃতীয় ম্যাচে সাবলীল ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন নারী ক্রিকেটাররা। মাত্র ৯ উইকেটে ৯৭ রান করেন। ২০ ওভারের ম্যাচে এই স্বল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে ১০ রানের জয় উপহার দিয়েছেন বোলাররা। স্বাগতিকরা ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করে। প্রথমে ব্যাট করে নারী দলের কেউ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান করেন সাথী। এ ছাড়া দিলারা ১৩, নিগার সুলতানা ১২ ও রিতু মণি খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। স্বাগতিকদের পক্ষে মাদুশানি ১৯ রানে ২ উইকেট নেন। টার্গেট মাত্র ৯৮। কিন্তু রাবেয়া, মারুফা, ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা ‘এ’ দল। ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১০ জাতির নারী টি-২০ বিশ্বকাপ। সেটাকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলঙ্কায় প্রস্তুতিমূলক সিরিজ খেলছে ‘এ’ দলের ব্যানারে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ নারী ‘এ’ দল : ৯৭/৯, ২০ ওভার (দিলারা আক্তার ১৩, সাথী ২৬, নিগার সুলতানা ১২, রিতু ২৫*। সেওয়ান্দি ২-০-১৮-০, মাদারা ৪-০-৩০-১, মাদুশানি ৪-০-১৯-২, মালশা ৪-০-১২-৪, থারুকা ৪-০-১২-১, সান্দিপানি ২-০-৬-০)
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল : ৮৭/৮, ২০ ওভার (সান্দিপানি ১২, নুথিয়াঙ্গা ২৩, সান্দামিনি ২২। মারুফা ৪-০-১৬-২, নাহিদা ৪-০-১৬-২, সুলতানা ৪-০-২০-১, রাবেয়া ৪-০-২২-২, ফাহিমা ৪-০-১৩-১)।
ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ১০ রানে জয়ী