হঠাৎ করে গতকাল দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী মহড়া দেয়। খোঁজ নিয়ে জানা যায়, ১৬ অক্টোবর দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। দলটির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতেই এই আয়োজন। মহড়ায় সেনা সদস্য ছাড়াও হেলিকপ্টার অংশ নেয়। মাঠের নিরাপত্তা দেবে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে মাঠে কোনো সমস্যার সৃষ্টি হলে বাংলাদেশ সেনাবাহিনী রেসকিউ করবে ক্রিকেটারদের। আজ দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষণ দলের উপস্থিতিতে চূড়ান্ত মহড়া দেবে সেনাবাহিনী। সফরে প্রোটিয়ারা ২১-২৫ অক্টোবর টেস্ট খেলবে মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট খেলবে চট্টগ্রামে ২৯ অক্টোবর-২ নভেম্বর।
মিরপুর টেস্টের আগে ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রোটিয়ারা তিন দিন অনুশীলন করবে মিরপুরে। দক্ষিণ আফ্রিকার তিন সদস্যের পর্যবেক্ষক দল এখন বাংলাদেশ। তারা নিরাপত্তাব্যবস্থা দেখে রিপোর্ট জমা দেবে দেশটির ক্রিকেট বোর্ডের কাছে। তার ওপর নির্ভর করবে দেশটির বাংলাদেশ সফর।