নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখে ভারত। বেঙ্গালুরু টেস্টের শেষ দিনে বৃষ্টিই ভারতকে বাঁচাতে পারে। অবশ্য ক্রিকেটে মাঝেমধ্যেই মিরাকেল হয়। ভারত প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের লজ্জার রেকর্ডের পর দ্বিতীয় ইনিংসে টপঅর্ডার যতটা সফল, লোয়ার মিডল অর্ডার ততটাই ব্যর্থ হলো। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৪০২ রান। ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ব্যাটিং করতে নেমে টপঅর্ডারে রোহিত ৫২, কোহলি ৭০ রান করেন। ২৩১ রানে ৩ উইকেট দিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৫০ রান করেন সরফরাজ। ব্যক্তিগত ৯৯ রানে আউট হন তিনি ঋষভ। পঞ্চম উইকেটের পতনের পর ৩০ রানও যোগ করতে পারল না ভারত। যেখানে ছিলেন ৫০টির অধিক ম্যাচ খেলা লোকেশ রাহুলও। প্রথম ইনিংসে করেন ০, দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র ১২ রান। রীতিমতো ব্যাটিং অর্ডারে আবারও বিপর্যয় নেমে এলো। ৪৬২ রানে অলআউট হয় ভারত। কিউইদের মধ্যে হেনরি ১০২ রান ও ও’রোক ৯২ রান দিয়ে ৩টি করে, এজাজ ১০০ রানে ২টি এবং সাউদি ও ফিলিপস ১টি করে উইকেট পান। বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনে ১০৭ রান করলেই জয় পাবে নিউজিল্যান্ড।