ছোটখাটো গড়নের পেটানো শরীর। উইকেটের চারদিকে স্ট্রোক খেলায় সিদ্ধহস্ত। এক সময় টি-২০ দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছিলেন। ২৪ বছর বয়সি শামীম হোসেন পাটোয়ারী সর্বশেষ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ছন্দ হারিয়ে বাদ পড়েন। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পুনরায় ফিরেন জাতীয় দলে। এসেই নিজের অবস্থান পোক্ত করেন দুটি ক্যামিও ইনিংস খেলে। গতকাল সেন্ট ভিনসেন্টের ধীরলয়ের উইকেটে ৩৫ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংসটি খেলেন মাত্র ১৭ বলে ২ চার ২ ছক্কায়। প্রথম ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন। আট নম্বর পজিসনে টর্নেডো গতিতে ব্যাটিং করার ব্যাখ্যায় শামীম বলেন, ‘আমি খুবই খুশি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। দলে আমার দায়িত্ব ফিনিশারের। আমার কাজই হলো বলে হিট করা। গত কয়েক মাসে অনেক পরিশ্রম করেছি।’ শামীমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ ৩ ম্যাচ টি-২০ সিরিজ জিতেছে এক ম্যাচ হাতে রেখে। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজে নিজেকে মেলে ধরতে পেরে দারুণ উচ্ছ্বসিত শামীম, ‘আমার সবসময়ই চিন্তা থাকে দল যে রকমই থাকুক, আমি যদি খেলতে পারি, আমার দল অনেক ওপরে চলে যাবে। সবসময় ইতিবাচক ভাবনা থাকে আমার। ভালো খেলতে পেরে আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি। এটাই ভালো লাগছে।’ গতকাল তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে ৪১ রান করে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস : ১২৯/৭, ২০ ওভার (শামীম ৩৫*, মিরাজ ২৬, গুডাকেশ ২/২৫)
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস : ১০২/১০, ১৮.৩ ওভার (রোস্টন ৩২, তাসকিন ৩/১৬, রিশাদ ২/১২)
ফল : বাংলাদেশ ২৭ রানে জয়ী (সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে)
ম্যাচসেরা : শামীম হোসেন