কয়েক মাস ধরেই কানাঘুষা চলছিল, রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন জাবি আলোনসো। এবার আনুষ্ঠানিকতাও সেরে নিল রিয়াল মাদ্রিদ। নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে রিয়াল মাদ্রিদ আলোনসোর ফটো পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েলকাম জাবি’। আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আলোনসো। স্পেনের জার্সিতে বিশ্বকাপ (২০১০) জয় করেছেন তিনি। জয় করেছেন দুটি ইউরো কাপও (২০০৮ ও ২০১২)। ক্লাব ফুটবলেও ছিলেন সফল। কোচ হিসেবে লেভারকুজেনে ইতিহাস গড়েছেন। এবার রিয়াল মাদ্রিদকে কী দিতে পারেন, তাই দেখার বিষয়!