দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং-বোলিং নৈপুণ্যের বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গতকাল বেনোনির উইলোমুর পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ১০৪ রানের জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এ জয়ে সিরিজে ২-০-তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম ম্যাচে টাইগার যুবারা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক প্রোটিয়া যুবাদের। ২২ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বেনোনির উইলোমুর পার্কে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৫৩ বলে ৫৭ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ৯০ বলে সর্বেচ্চ ৬৭ রানের ইনিংস। এ ছাড়া রিজান হোসেন করেন ৭১ বলে ৫২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে জেমস ও বোটা ২টি করে এবং সনিম ও বাসন ১টি করে উইকেট নেন। ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা।
টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে দিশাহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন জেসন রাউলস। এ ছাড়া বোটা ২৬ ও ফিরি ২০ রান করেন। বাংলাদেশের হয়ে স্বাধীন ইসলাম ৯ রানে, ফাহাদ ২৯ রানে ও আজিজুল ৩৫ রানে ২টি করে উইকেট নেন। ১টি নেন বশির।