জাতীয় অ্যাথলেটিক্সের হার্ডলসে প্রথম হয়েছেন নোয়াখালীর রোকসানা বেগম। গতকল ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে ১০০ মিটার হার্ডলসে ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় প্রতিযোগিতাতেও প্রথম হন গাড়িচালক বাবার এ মেয়ে। এ প্রতিযোগিতার মতো রোকসানার জীবনও হার্ডলসময়, ‘আমার বাবা মাইক্রো গাড়িচালক ছিলেন। তিন ভাই ও এক বোনের সংসারে এখন আমিই একমাত্র আয় নির্বাহ করি। বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২০ সাল থেকে রয়েছি। আর্মি থেকে প্রাপ্ত বেতনেই আমি নিজে চলি ও পরিবারকে সাহায্য করি।’
অন্যদিকে ছেলেদের ১১০ মিটার হার্ডলস জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানভীর ফয়সাল। এবার সামারের শ্রেষ্ঠত্বের মাধ্যমে তানভীরের এ ইভেন্টে হ্যাটট্রিক পূর্ণ হয়েছে। তিনি গত দুই জাতীয় আসরেও এই ইভেন্টে সেরা ছিলেন। হার্ডলসের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে শ্রেষ্ঠত্ব থাকলেও তেমন আলোচনায় থাকে না হার্ডলাররা। এ নিয়ে খানিকটা আক্ষেপ ঝড়ল তানভীরের কণ্ঠে, ‘আমরা অ্যাথলেট, ১০০ মিটার যারা করে তারাও। মিডিয়া, ফেডারেশন বা সবারই দৃষ্টি থাকে ১০০ মিটারের দিকেই।’