ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ত্বকের ক্যানসারে দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি। বেশ কয়েকবার অস্ত্রোপচারও করেছেন। সম্প্রতি আরও একবার অপারেশনের টেবিলে যেতে হয়েছে তাকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের জন্য এ তথ্য জানিয়েছেন তিনি। ক্লার্ক লিখেছেন, ‘আরেকটি দিন, আরেকটি ত্বকের ক্যানসার অপসারণ।’ মাইকেল ক্লার্ক ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-২০ খেলেছেন। ৭৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৭টিতে জয় পেয়েছেন ক্লার্ক।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি তার নেতৃত্বে অ্যাশেজ সিরিজও জয় করেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে প্রথমবার তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হলেও ২০১৯ সালে ফের ক্যান্সার ধরা পড়ে।