যশভি জয়সোয়াল এবং শুভমন গিলের জোড়া সেঞ্চুরিতে ৫১৮ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে লড়াই করেও ফলো অন এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ ও জাদেজার স্পিন ভেলকিতে ২৪৮ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। ২৭০ রানে পিছিয়ে থাকায় প্রতিপক্ষকে ফলো অন পাঠান ভারতীয় অধিনায়ক শুভমন গিল। কিন্তু এবার ঠিকই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৭৩। ভারত এখনো এগিয়ে ৯৭ রানে। তবে কিছুটা হলেও চিন্তায় থাকবে গিলের দল। কেননা, চতুর্থ দিনের শুরুতে উইকেট তুলতে না পারলে দিল্লি টেস্টের ফলাফল কোন দিকে যাবে তা বলা কঠিন হবে।
ফলো অনে চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ৩৫। ৮.৩ ওভারে তেগনারিন চন্দ্রপলকে ১০ রানে ফেরান মোহাম্মদ সিরাজ। ৬ ওভার পর অ্যালিক অ্যাথানাজকে বোল্ড করেন ওয়াশিংটন সুন্দর। অ্যাথানাজ করেন ৭ রান। তার পরই দুরন্ত লড়াই চালান ওপেনার জন ক্যাম্পবেল এবং শাই হোপ। ক্যাম্পবেল ১৪৫ বলে খেলেন অপরাজিত ৮৭ রানের ইনিংস। ৯ চার এবং ২ ছক্কা দিয়ে ইনিংসটি সাজান তিনি। হোপের অপরাজিত ৬৬ রানের ইনিংসটি ৮ চার, ২ ছক্কার। দিল্লির ঘূর্ণি পিচে জাদেজা, কুলদীপ, ওয়াশিংটনদের যেভাবে তারা সামলালেন, তাতে প্রশংসা করতেই হয়।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস
ভারত : ৫১৮/৫ ডি.
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮
দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ : ১৭৩/২ (ক্যাম্পবেল ৮৭*, চন্দ্রপাল ১০, হোপ ৬৬*, সিরাজ ১০/১, ওয়াশিংটন ৪৪/১)