শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছেন ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সেখানে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শামসুর রহমান শুভ। ফিরেছেন ইমরুল কায়েশ। বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। যদি পারফরম্যান্সের বিচারে স্কোয়াড ঘোষণা করা হতো, তাহলে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম স্কোয়াডে জায়গা পেতেন নিঃসন্দেহে। কেননা বিসিএলের দ্বিতীয় রাউন্ডে এই বাঁ হাতি স্পিনার একাই জিতিয়েছেন বিসিবি উত্তরাঞ্চলকে। তার ঘূর্ণিতে ৭ উইকেটে উত্তরাঞ্চল হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে। বিসিএলের অন্য ম্যাচে ওয়ালটন পূর্বাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য লড়ছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আজ শেষ দিন দক্ষিণাঞ্চলের জয়ের জন্য দরকার ১৫০ রান এবং হাতে আছে ৭ উইকেট।
১০১ রানে এগিয়ে থেকে তৃতীয়দিন শেষ করেছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। গতকাল ৩ উইকেটে ৭৯ রান নিয়ে খেলতে নেমে তাইজুল ও শুভাশীষ রায়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়। এরমধ্যে ১০১ থেকে ১২২ রানের মধ্যে উইকেট হারায় ৫টি। তাইজুল ৫১ রানে ৫ উইকেট এবং শুভাশীষ নেন ৩৭ রানে ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১২২ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল। ১৬২ রানে জয়ের টার্গেটে খেলতে নেমে উত্তরাঞ্চল ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। এরপর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মুশফিক ও টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়া নাঈম ১০৫ রান যোগ করে আসরের প্রথম জয় তুলে নেন। নাঈম অপরাজিত থাকেন ৬৯ রানে এবং মুশফিক ২৯ রানে।
আগের দিনের ৫ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। ১২২ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব গতকালের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ১২৬ রানে। ৩৭৪ রানে অলআউট হয়ে টার্গেট দেয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে ৩০৯ রানের। সেই টার্গেটে খেলতে নেমে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ১৫৯ রান তুলে জয়ের ভিত তৈরি করে নিয়েছে। আজ শেষ দিন প্রয়োজনীয় ১৫০ রানের জন্য খেলতে নামবে ৭ উইকেট হাতে নিয়ে। ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া এনামুল হক বিজয় ও ডাক পাওয়া ইমরুল কায়েশ ১১৩ রান যোগ করেন। দুজনেই হাফসেঞ্চুরি করেন। এনামুল করেন ৬৭ রান এবং ইমরুল করেন ৭৪ রান।