আগের ম্যাচে মোহামেডানকে রুখে দিয়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা পেয়েছিল উত্তর বারিধারা। অথচ তারাই কিনা এমন দলের কাছে গোল বন্যায় ভাসল যারা কিনা মোহামেডানের কাছে হেরে গিয়েছিল। হ্যাঁ, আগের ম্যাচে হারার পর টিম বিজেএমসি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। গতকাল তারা ৭-০ গোলে পরাজিত করেছে উত্তর বারিধারাকে। ১৯৭৯ সালের পর লিগে এত বড় ব্যবধানে জয়ের মুখ দেখল। সেবার তারা সালাম মুর্শেদীর হ্যাটট্রিকে ৬-০ গোলে পরাজিত করেছিল ব্রাদার্স ইউনিয়নকে। আসলে কাল বিজেএমসি যে নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে পেশাদার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেও অবাক হওয়ার কিছু থাকত না। ১০ মিনিটে তারা এগিয়ে যায় স্যামসন ইলিয়াসুর গোলে। ছয় মিনিট পর বাঙ্গুরা ব্যবধান বাড়ান ২-০। পাল্টা আক্রমণ থেকে ৩৬ মিনিটে পারভেজ ও ৪০ মিনিটে সজীব জালে বল পাঠালে প্রথমার্ধে বিজেএমসি ৪-০ গোলে এগিয়ে যায়। ৫৭ মিনিটে বাঙ্গুরা, ইলিয়াসুর ও সজীব আবার গোল করেন। এটিই এবারের লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়।