ঘটনাটা অবাক করার মতোই। দিন কয়েক আগেই লেভেন্তেকে কোপা দেল রে কাপে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। দুই লেগে জয়ের ব্যবধান ছিল ৭-০! অথচ সেই লেভেন্তেই কিনা আটকে দিল বার্সেলোনাকে! দীর্ঘদিন পর লিওনেল মেসি লা লিগায় মাঠে নেমেছিলেন ম্যাচের শুরুতেই। কিন্তু চারবারের বিশ্বসেরা ফুটবলারও লেভেন্তের রক্ষণভাগে খুঁজে পাননি কোনো ফাঁক! বরং ম্যাচের ১০ মিনিটে লুকাসের গোলে এগিয়ে যাওয়া লেভেন্তের সঙ্গে সমতায় ফিরতে বার্সেলোনাকে নির্ভর করতে হয়েছে জাত ডিফেন্ডার পিকের উপর! বার্সা-লেভেন্তের রবিবারের ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতেই শেষ হয়েছে। বার্সেলোনার ড্রতে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারতো অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বার্সেলোনার ড্রয়ের সংবাদ শুনে ভিসেন্ট ক্যালডেরনে সেভিয়ার মুখোমুখি হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদও ১-১ গোলে ড্রই করল। ডেভিড ভিয়ার গোলে এগিয়ে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। জয় পেলে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠে যেত অ্যাটলেটিকো মাদ্রিদ!
বার্সা ও অ্যাটলেটিকোর ড্রতে সবচেয়ে সুবিধা পেল রিয়াল মাদ্রিদই। যেকোনো একটা ম্যাচই এবার গড়ে তুলতে পারে পার্থক্য। রিয়ালকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত শীর্ষ স্থানে! ২০ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনার অবস্থান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।