সিরিজে সমতা আনতে হলে ৩০২ রান করতে হবে পাকিস্তানকে। আগের টেস্টে ৯ উইকেটে হারা পাকিস্তানের জন্য একটু কঠিনই বিষয়টা। গতকাল শারজাহতে অবিশ্বাস্য এই কঠিন কাজটা করে ফেলে পাকিস্তান। আসলে পাকিস্তানকে ৫ উইকেটের অবিশ্বাস্য জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ আজহার আলী ১০৩ রানের ইনিংস খেলে। আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৪ রানে। ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩০২ রানের। দলীয় ৪৮ রানে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও খুররম মঞ্জুর আউট হলে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন আজহার ও ইউনিস খান। দলীয় ৯৭ রানে ইউনিসের বিদায়ের পর আজহার জুটি বাধেন উইকেটরক্ষক সরফরাজ খানের সঙ্গে। সরফরাজ দলীয় ১৮৭ রানে বিদায় নেন। এরপর আজহার ১০৩ রানে সাজঘরে ফিরলেও মিসবাহ অপরাজিত থাকেন ৬৮ রানে।