এবার সবার আগেই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নাম লেখালেন চীনা প্রতিযোগী লি না। মঙ্গলবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ইতালির ফ্লাভিয়া পেনেট্টাকে ৬-২, ৬-২ সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে পা রাখেন মেয়েদের চতুর্থ নাম্বার এই বাছাই।
ইতালির প্রতিযোগী পেনেট্টা মাঠে নেমে এবার লি নার বিরুদ্ধে একেবারেই হালে পানি পাননি। প্রথম সেটে এক পর্যায়ে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। লি না সার্ভে ভুল করলে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পান পেনেট্টা। যা প্রথম সেটে ৬-০ ব্যবধান হওয়া থেকে বাঁচায় ইতালিয়ান তারকাকে।
গেল ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে হার মেনেছিলেন লি না। তার আগে ২০১১ সালের অসি ওপেনে কিম ক্লাইটার্সে পতন হয়েছিল এই চীনা তারকার। প্রসঙ্গত, এবারের অসি ওপেনে শেষ চারে লি নার সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে সার্বিয়ান আনা ইভানোভিচ। যার কাছে এই টুর্নামেন্টে ফেভারিট সেরেনা উইলিয়ামস তুলোধুনো হয়ে মাঠ থেকে ছিটকে পড়েন।