ক্রিস্তিয়ান তেল্লোর হ্যাটট্রিকে স্প্যানিশ কাপ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ফলে বার্সেলোনার হয়ে চারশতম ম্যাচ জয় দিয়েই উদযাপন করলেন তারকা লিওনেল মেসি।
গতরাতে নিজেদের মাঠে ম্যাচের ৩১ মিনিটে এল জাহারের গোলে এগিয়ে গিয়েছিল লেভান্তে। দ্বিতীয়ার্ধের শুরুতে হুয়াফ্রানের আত্মঘাতি গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর একের পর এক আক্রমণ থেকে পরপর তিনটি গোল করেন তেল্লো। তিনটি গোলেরই উৎস বার্সেলোনার হয়ে চারশতম ম্যাচ খেলতে নামা মেসি।
উল্লেখ্য, ২০০৪ সালের অক্টোবরে এসপানিওলের বিপক্ষে অভিষেক হয়েছিল আর্জেন্টিনার এই তারকার।