সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসের শ্রীলঙ্কা। সেখান থেকে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ খেলতে আজ বেলা পৌনে ১২টায় ঢাকায় পা রাখছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র সফর শুরু করবে টেস্ট ক্রিকেট দিয়ে। সফরের প্রথম টেস্ট ২৭-৩১ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এবার নিয়ে তৃতীয়বারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দুই দেশ ১৪টি টেস্ট, ৩৩টি ওয়ানডে এবং টি-২০ খেলেছে ২টি। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যাতে জায়গা পেয়েছেন 'রহস্যময়' স্পিনার অজন্থা মেন্ডিস। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কিথুরয়ান ভিথাঙ্গা।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা প্রথম টেস্ট খেলে ২০০১ সালে। এরপর টানা ১২ টেস্ট হারে। যার ৭টি ছিল ইনিংস হার। এরপর ১৩ নম্বর টেস্টে এসে প্রথম সাফল্যের মুখ দেখে টাইগাররা। গত বছরের মার্চে গলে প্রথমবারের মতো টেস্ট ড্র করে দ্বীপরাষ্ট্রের বিপক্ষে। গল টেস্টের নাম সোনালি অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ওখানে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস খেলে। মুশফিকুর রহিম প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন টেস্টে। একই টেস্টে তিনটি সেঞ্চুরির কৃতিত্বও গলে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ ওয়ানডের মধ্যে বাংলাদেশ হেরেছে মাত্র চারটিতে। প্রথম জয় পায় ১৬ নম্বর ম্যাচে, বগুড়ায়। একটি ম্যাচ পরিত্যক্ত হয় দুই দলের। দুটি টি-২০ ম্যাচের সবগুলোই হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৬৩৮, গলে।বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ৪১৩, মিরপুরে ২০০৮ সালে। শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোর ৫৭৭, কলম্বোতে। বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৪০৫, মিরপুরে। দুই দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর কুমার সাঙ্গাকারার, ২২২*। বাংলাদেশের সর্বোচ্চ ২০০, মুশফিকুর রহিমের। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সাঙ্গাকারার। ১৩ টেস্টে রান ১৩১৭। সেঞ্চুরি করেছেন ৫টি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান মোহাম্মদ আশরাফুলের। ১৩ টেস্টে রান ১০৯০। সেঞ্চুরি ৫টি। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত থাকায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন আশরাফুল। বর্তমান দলের মধ্যে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের, ৭ ম্যাচে ৪৮৭।
স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চন্ডিমল, দিমুথ করুণারত্নে, কুশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরয়ান ভিথানঙ্গা, প্রসন্না জয়ার্ধনে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, অজন্থা মেন্ডিস, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, শিমান্দা এরাঙ্গা ও ভিশ্বা ফার্নান্ডো।