আজ সকালে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। প্রায় মাসব্যাপী সফরে 'দ্বীপরাষ্ট্র' দুই টেস্ট, দুই টি-২০ ও তিন ওয়ানডে খেলবে। লঙ্কানদের বিপক্ষে ব্যাট ও বলের লড়াইয়ে নামার আগে বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন মুশফিকুর রহিমরা। বিসিএল খেলে নিজেদের ঝালাই করে নিয়েছেন ক্রিকেটাররা। আজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামছেন মুশফিকরা। সকালে মিরপুর ক্রিকেট একাডেমিতে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। শ্রীলঙ্কার সিরিজে মুশফিকের ডেপুটি হিসেবে কাজ করবেন তামিম ইকবাল। ফিল্ডিং কোচ হিসেবে শেন জারগেনসনে সহযোগী হবেন মোহাম্মদ সালাহউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৭ জানুয়ারি। ৩১ জানুয়ারি পর্যন্ত টেস্ট হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয়টি ৪-৮ ফেব্রুয়ারি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে ২০১০ সালের জুলাই মাসের পর পুনরায় জায়গা পেয়েছেন শামসুর রহমান শুভ। সাড়ে তিন বছর আগে শামসুর হঠাৎ করেই সাদা পোশাকে খেলার সুযোগ পেয়েছিলেন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়ায় লর্ডসে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। রান আউটও করেছিলেন একটি। শামসুর ডাক পাওয়ায় বাদ পড়েন এনামুল হক বিজয়। তিন সিরিজ পর আবারও ডাক পেয়েছেন ইমরুল কায়েশ। বাদ পড়েছেন নাঈম ইসলাম।
টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ, মাহমুদুল্লাহ রিয়াদ. ইমরুল কায়েশ, আব্দুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন ও আল-আমিন।