ম্যানচেস্টার ইউনাইটেডের আকাশে এখন শনি গ্রহের আনাগোনা। আলেঙ্ ফার্গুসন বিদায় নেওয়ার সঙ্গেই ম্যানইউর আকাশ থেকে বিদায় নিয়েছে সৌভাগ্যের তারাও! ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না ম্যানইউর। এমনকি শিরোপা জয়ের যে শেষ সুযোগ ছিল, তাও হারিয়েছে রেড ডেভিলরা। বুধবার ক্যাপিটাল ওয়ান কাপের (ফুটবল লিগ কাপ) সেমিফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে জিতেও বিদায় নিতে হয়েছে ম্যানইউকে। প্রথম লেগে ম্যানইউ সান্ডারল্যান্ডের মাঠে হেরেছিল ১-০ গোলে। দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ জয় পায় ২-১ ব্যবধানে। দুই লেগে গোলের ব্যবধান ২-২। ফলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। এখানে ২-১ গোলে জিতে যায় সান্ডারল্যান্ড। এ পরাজয়ের ফলে দেশীয় ফুটবলে সর্বশেষ যে শিরোপা জয়ের আশা ছিল তাও বিসর্জন দিতে হলো ম্যানইউকে। এবার বাকি কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেখানেও অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটির মতো ভয়ঙ্কর দলগুলো!
ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে সান্ডারল্যান্ড মুখোমুখি হচ্ছে ম্যানসিটির। দীর্ঘ ৩৮ বছর পর ফুটবল লিগ কাপের ফাইনাল খেলছে ম্যানসিটি। প্রতিপক্ষ হিসেবে সান্ডারল্যান্ড সামনে আসাতে সম্ভবত কিছুটা খুশিই হয়েছেন ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তবে তিনি অবশ্য কোনো প্রতিপক্ষকেই ভয় পেতে রাজি নন। এমনকি ম্যানইউ ফাইনালে এলেও তাদের অনুভূতিতে কোনো পার্থক্য হতো না বলে জানিয়েছেন তিনি। দেখা যাক, ফুটবল লিগ কাপে দীর্ঘ ৩৮ বছরের শিরোপা খরা দূর করতে পারে কিনা ম্যানসিটি। ২ মার্চ এই কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।