অস্ট্রেলিয়া ওপেনে কানাডার বুচার্ডকে একরকম উড়িয়ে দিয়েই ফাইনাল নিশ্চিত করলেন গতবারের রানার্সআপ চীনা তারকা লি না। টুর্নামেন্টের চতুর্থ বাছাই লি না গতকাল রড লেভার এরিনাতে সেমিফাইনালে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন কানাডিয়ান তরুণী বুচার্ডকে। অন্যদিকে মেয়েদের এককে পঞ্চম বাছাই অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ২০তম বাছাই স্লোভাক তরুণী ডমিনিকা চিবুলকভা। তিনি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন র্যাডওয়ানস্কাকে।
এদিকে মিশ্র দ্বৈতে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা রুমানিয়ার হুরিয়ার সঙ্গে জুটি বেঁধে পেঁৗছে গেছেন সেমিফাইনালে। গতকাল এই জুটি কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছে জুলিয়া-আইসাম জুটিকে।
চীনা তারকা লি না গতবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে হেরেছিলেন বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। তবে এবারে তার অস্ট্রেলিয়া ওপেন জয় করার দারুণ সুযোগ রয়েছে। সেরা দশের সবাই বিদায় নিয়েছেন। বাকি কেবল তিনিই। অস্ট্রেলিয়া ওপেন জয়ের জন্য কোনোভাবেই লি নার চেয়ে উপযুক্ত নন চিবুলকভা। তবে মনে রাখতে হবে চিবুলকভা হারিয়েছেন মারিয়া শারাপোভার মতো তারকাকে। এবার অস্ট্রেলিয়া ওপেনে যেই জিতুক তিনি হবেন নতুন চ্যাম্পিয়ন। তাছাড়া প্রথম এশিয়ান হিসেবে লি না জয় করতে পারেন এই গ্র্যান্ডস্লাম। এর আগে তিনি প্রথম এশিয়ান হিসেবে ২০১১ সালে জয় করেছিলেন ফ্রেঞ্চ ওপেন।