চুক্তিতে ১২ ক্রিকেটার
২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২ ক্রিকেটারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিভুক্ত ক্রিকেটাররা- সাকিব আল হাসান, মাশরাফি বিন মতুর্জা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক রাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, রবিউল ইসলাম, এনামুল হক বিজয়।
আয়ারল্যান্ডের নাগরিক স্মিথ
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ এখন কাউন্টি ক্রিকেটে স্থানীয় ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন। এই প্রোটিয়া ক্রিকেটার এখন আয়ারল্যান্ডের নাগরিক। ২০১১ সালে আইরিশ সংগীত শিল্পী মরগান ডিনকে বিয়ে করার সুবাদে এ নাগরিকত্ব পান স্মিথ। গ্রায়েম স্মিথ নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছে তার কাউন্টি দল সারে। কেননা এখন তারা স্মিথকে ঘরোয়া কোটায় দলে নিতে পারবেন। বিদেশি ক্রিকেটারের কোটায় আরও একজন বেশি ক্রিকেটার নিতে পারবে। ২০১২ মৌসুমে স্মিথকে অধিনায়ক করে সারে। কিন্তু পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু ২০১৫ সাল পর্যন্ত সারের সঙ্গে চুক্তি রয়েছে স্মিথের।
চ্যাম্পিয়ন রিয়াল
ফুটবল মানি লিগে আবারও চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা নবমবারের মতো শীর্ষে থাকল লস ব্ল্যাঙ্কোসরা। ২০১২-১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ ৫১৮.৯ মিলিয়ন ইউরো (প্রায় ৫৪৭৪ কোটি টাকা) আয় করেছে। মানি লিগে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৪৮২.৬ মিলিয়ন ইউরো আয় করেছে কাতালানরা ২০১২-১৩ মৌসুমে। এছাড়া গতবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ আয় করেছে ৪৩১.২ মিলিয়ন ইউরো। গতবার তৃতীয় স্থানে থাকা ম্যানইউ এবার নেমে গেছে চতুর্থ স্থানে। রেড ডেভিলরা গত মৌসুমে আয় করেছে ৪২৩.৮ মিলিয়ন ইউরো। সেরা দশে প্রবেশ করেছে ফরাসি ক্লাব পিএসজি। তারা ৩৯৮.৮ মিলিয়ন ইউরো আয় করে অবস্থান করছে পঞ্চমে। এছাড়া ম্যানসিটি ৩১৬.২, চেলসি ৩০৩.৪, আর্সেনাল ২৮৪.৩, জুভেন্টাস ২৭২.৪ এবং এসি মিলান ২৬৩.৫ মিলিয়ন ইউরো আয় করেছে গত মৌসুমে।
ক্রিকেট টুর্নামেন্ট
সুপারস্টার ক্রিকেট ক্লাব এবং ডেইলি সান রিডার্স ফোরাম অফ সরকারী তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত গতকাল একটি ক্রিকেট টুর্নামেন্ট সরকারী তিতুমীর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ড. দিলারা হাফিজ, উপাধ্যক্ষ আনিস ফামিমা এবং উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।