ক্রিকেটে বড় দলগুলো সব সময়ই ছোট দলগুলোকে অবহেলার দৃষ্টিতে দেখে। নিজে থেকে কোনো সিরিজ খেলার জন্য তারা তো প্রস্তাব দেয়ই না, উল্টো ছোট দলের প্রস্তাবেও নাক ছিটকায় অনেক সময়। কিন্তু হঠাৎ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজের জন্য প্রস্তাব পেয়েছে জিম্বাবুয়ে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি।
আগামী মাসে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হবে। এর আগেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে চায় প্রোটিয়ারা। আইসিসির কাঠামো পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রস্তাবটি পাস হবে কি না সে বিষয়ে দুবাইতে আইসিসির সদর দফতরে নির্বাহী বোর্ড সভায় ২৮-২৯ জানয়ারি ভোটাভুটি হবে। তাই জিম্বাবুয়ে ক্রিকেটকে পাশে পাওয়ার জন্যই সিএসএ হঠাৎ করে জিম্বাবুয়ে ক্রিকেটকে এ প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। তবে এ সিরিজটি হবে কি না তা নির্ভর করছে জিম্বাবুয়ে ক্রিকেট ও তার খেলোয়াড়দের ওপর। বোর্ডের কাছে পাওনা না পেয়ে জিম্বাবুয়ের ক্রিকেটাররা বর্তমানে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। এ কারণে তাদের ঘরোয়া টুর্নামেন্টও বন্ধ রয়েছে।