প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনী প্রথম জয়ের মুখ দেখেছে। গতকাল অনুষ্ঠিত খেলায় ২-১ গোলে তারা ফেনী সকারকে পরাজিত করে। বিজয়ী দলের জাভেদ, মাশুক মিয়া ও ফেনীর পক্ষে গোলটি শোধ করেন ওয়াসি ওয়াকালাউন।
এ জয়ে ফেনী আবাহনী ৫ ম্যাচে ৪, সমান সংখ্যক ম্যাচে ফেনীর সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।