এমনই দরকার
ফুটবলে সেই রমরমা অবস্থা নেই বলে কোনো উত্তেজনা লক্ষ্য করা যায় না। অনেক দিন পর লিগে সমর্থকরা রেফারিকে লাঞ্ছিত করার চেষ্টা চালান। সেদিন শেখ জামালের বিপক্ষে মোহামেডানের দুই খেলোয়াড়কে লালকার্ড ও ইনজুরি টাইমে গোল হজমকে কেন্দ্র করে সমর্থকরা উত্তেজনায় ফেটে পড়েন। অবশ্য পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মাঠে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাক, সেদিনের উত্তেজনা দৃশ্য দেখে অনেকে তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন। বিশেষ করে বাফুফের এক কর্মকর্তা বলেই ফেললেন, মরা ফুটবলকে জাগিয়ে তুলতে এমনটি দরকার রয়েছে।
খেলোয়াড়ই বেশি
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে সোনালী ব্যাংক ও ওয়ান্ডারার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৫৭ মিনিটে ব্যাংকের নিশাত ও ৬৯ মিনিটে সোহাগ ওয়ান্ডরার্সের পক্ষে গোল করেন। গতকাল ছুটির দিন বলে লিগে অন্যান্য দিনের চেয়ে কিছুটা হলেও দর্শকের দেখা মেলে। কিন্তু কাল যে অবস্থা ছিল দর্শকের চেয়ে দুই দলের খেলোয়াড়ের সংখ্যাই ছিল বেশি।
পর্যবেক্ষণ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মুশফিকুর রহিমই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদের বদলে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। জানা গেছে, রিয়াদ দায়িত্বে থাকতে চাচ্ছিলেন না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ আবার বলছেন, অনেক দিন ধরে যোগ্যতার প্রমাণ দেখিয়ে তামিম খেলেই চলেছেন। এখন তার নেতৃত্ব পাওয়ার সময় হয়েছে। তাই সিরিজে সহঅধিনায়কের দায়িত্ব দিয়ে বিসিবি তামিমকে পর্যবেক্ষণ করতে চায়।
বিস্ময়
সিরিজ খেলতে গতকাল ঢাকায় পেঁৗছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অথচ দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের ট্যুর নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গতকাল বিমানবন্দর থেকে হোটেলে আসার সময় ঢাকার পরিস্থিতি দেখে লঙ্কান ক্রিকেটাররা নাকি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। কারণ দেশ ছাড়ার আগে পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সাবধানে থাকতে বলা হয়। অথচ ঢাকার যানজট ও স্বাভাবিক পরিস্থিতি দেখে বাসেই শ্রীলঙ্কা ক্রিকেটাররা বলাবলি শুরু করেন কই সবই তো স্বাভাবিক দেখছি।
বিদেশি রেফারি
ঢাকা ফুটবলে বিদেশি ফুটবলারদের ছড়াছড়ি। অনেক দলে কোচও পরদেশী। কিন্তু দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে বিদেশি রেফারির দেখা মিলছে না। আগে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে বিদেশি রেফারি আনা হতো। এখন দেশিদের দিয়ে চালানো হচ্ছে। তবে বিতর্ক উঠায় বাফুফে নাকি পেশাদার লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচ পরিচালনার জন্য বিদেশি রেফারি আনার চিন্তাভাবনা করছে।
কারওয়ান বাজার জয়ী
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। দিনের অপর ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কারওয়ান বাজার প্রগতি সংঘ আজিজ রুবেলের হ্যাটট্রিকে ৩-২ গোলে হারায় সাধারণ বীমা ক্রীড়া সংঘকে। প্রথমার্ধে বিজয়ীরা ২-১ গোলে এগিয়ে ছিল। আজিজ রুবেল ম্যাচের ২০, ৩৩ ও ৭৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
অবশেষে জয়
শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল। ওয়ানডেতেও টানা তিন ম্যাচ হারাতে হোয়াইটওয়াশের শঙ্কা জেগে উঠেছিল। যাক সিরিজ হারালেও এ লজ্জা থেকে রক্ষা পেয়েছেন ইংলিশরা। গতকাল তারা ৫৭ রানে পরাজিত করেছেন অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩১৬ রান সংগ্রহ করে। পরে ৩১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪৭.৪ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায়। ২৬ জানুয়ারি অ্যাডিলেডে ওয়ানডে সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।
চমক
মিঠুনের হ্যাটট্রিকে পেশাদার ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ৪-০ গোলে উত্তর বারিধারাকে পরাজিত করে। রাসেল আবার হেরে যায় ব্রাদার্সের কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ব্রাদার্সই আবার গতকাল হেরে গেছে বারিধারার কাছে। আগের ম্যাচে টিম বিজেএমসির কাছে গোলের বন্যায় ভেসে গেলেও ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নবাগতরা। শুরু থেকে বারিধারা এতটা অপ্রতিরোধ্য ছিল যে, ৫৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায়। ৩০ ও ৪৫ মিনিটে মনু ২ গোল করেন। ৫৩ মিনিটে স্বপন। এর পর ভিক্টর অ্যানথনি ও ফয়সল জালে বল পাঠালে ব্রাদার্স ২ গোল শোধ করে।