বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছে ফুটবল জায়ান্ট বায়ার্ন। ফলে বর্তমান চ্যাম্পিয়নরা
জয় দিয়ে বছর শুরু করলো।
গতরাতে চোটের কারণে দলে ছিলেন না ফ্রাঙ্ক রিবেরি ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, ছিলেন না কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। তবে মারিও গোটসে ও টমাস মুলারের গোলে লিগে টানা ৪২টি ম্যাচ অপরাজিত থাকতে কোনো সমস্যা হয়নি পেপ গার্দিওলার দলের।
প্রথমাধের শুরুর দিকে মুলারের পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন গোটসে। দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন মুলার।