লুকাস পোডলস্কির জোড়া গোলে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে তৃতীয় সারির দল কনভেনট্রি সিটিকে। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে।
বৃষ্টিভেজা গতরাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের আধ ঘণ্টার মধ্যে দুই গোল করেন স্ট্রাইকার পোডলস্কি।
এছাড়াও পোডলস্কির বদলি হিসেবে খেলতে নেমে ম্যাচের ৭৯ মিনিটে গোল পান অলিভিয়ে জিরুদ। আরেক বদলি খেলোয়াড় সান্তি কারসোলার গোলে বড় জয় পায় এফএ কাপে দশবারের চ্যাম্পিয়নরা।