টেস্ট ক্রিকেট নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না- এমন দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন জড়ো হয়েছেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় শত শত তরুণ ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে মানবন্ধন করছেন তারা।
আজ শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার এবং চারুকলার গেট পর্যন্ত রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে মানবন্ধনে দাঁড়িয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘প্লে ফর গ্লোরি নট ফর মানি’ এমনি সব স্লোগান দিচ্ছেন তারা।
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট র্যাঙ্কিয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে।
বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের আটে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৮২, সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৭। প্রস্তাব পাস হলে বাংলাদেশ টেস্ট খেলতে পারবে না। এর প্রতিবাদেই মানবন্ধনে জড়ো হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।