হিম শীতল চাদরে আচ্ছাদিত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের আকাশ। আবার নিরাপত্তাও কম নয়। ঘুমকাতুরে ঠাণ্ডা এবং নিরাপত্তার মধ্যেই ঘাম ঝড়িয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। অনুশীলন শেষে বাক্স পেটরা গোছানোর ফাঁকে ফাঁকে ক্রিকেটাররা খুনসুটি করছিলেন নিজেদের মধ্যে। আলাদা হয়ে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করছিলেন কোচ শেন জার্গেনসন ও অধিনায়ক মুশফিক। খুনসুটি কিংবা আলোচনায় ছিল না 'বিগ-থ্রি' প্রস্তাবিত দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাবটি। যদিও বিষয়টি নিয়ে বিস্তর হৈচৈ হচ্ছে দেশজুড়ে। মানববন্ধনের পাশাপাশি পুড়িয়েছে এক বোর্ড সভাপতির কুশপুত্তলিকাও। ক্রিকেটপ্রেমীরা চিন্তিত দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। ক্রিকেটাররাও চিন্তিত। তবে তাদের ধ্যান জ্ঞানে এখন শুধুই টেস্ট সিরিজ। যার শুরু আজ। মিরপুরে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে। যতই মনোযোগী থাকুক না কেন টাইগারদের দৃষ্টি থাকবে দুবাইর দিকে। কারণ আগামীকাল এখানেই নির্ধারিত হবে সামনের বার থেকে তারা টেস্ট খেলার সুযোগ পাবে কি-না।
বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায় ২০০০ সালে। আজ সেটা ভুলুণ্ঠিত হওয়ার পথে। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা প্রথম টেস্ট খেলে ২০০১ সালে। এরপর চলমানটিসহ ৭টি সিরিজ খেলবে দুই দেশ পরস্পরের বিপক্ষে। আগের ছয় সিরিজের সবগুলোতেই হেরেছে টাইগাররা। টানা ১২ টেস্ট হারের পর ১৩ নম্বরটিতে প্রথম কোমড় সোজা করে লড়াই করেছিল টাইগাররা। গত বছর দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সমানে সমানে লড়াই করে ড্র করেছিল গলে। ওই টেস্টে বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। এক ইনিংসে তিন সেঞ্চুরির কৃতিত্বও ছিল সেখানে। সে আত্মবিশ্বাসই মুশফিকদের এগিয়েও দিয়েছে অনেকটা। কলম্বোতে পরের ম্যাচ হেরেছিল টাইগাররা। শ্রীলঙ্কানদের বিপক্ষে ওই টেস্ট সিরিজের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাটিতে ড্র করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্লাক ক্যাপসদের বিপক্ষের আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামছে মুশফিকবাহিনী।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৪টি। হেরেছে ১৩টিতে। ড্র সাকল্যে একটি। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৮ সালে। সেবার মিরপুরে ৫২০ রান তাড়া করে মোহাম্মদ আশরাফুল ও সাকিবের প্রত্যয়ী ব্যাটিংয়ে ৪১৩ রান তুলে ভড়কে দিয়েছিল। চতুর্থ ইনিংসে এটা টাইগারদের সর্বোচ্চ ইনিংস। ম্যাচ ফিক্সংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আশরাফুল নেই। তাই আজ অভিষেক হতে পারে শামসুর রহমান শুভ'র। যদিও সাড়ে তিন বছর আগে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন শামসুর। ফিল্ডিংও করেছিলেন। কিন্তু খেলা হয়নি। আজ তামিমের সঙ্গী হয়ে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে অনেক। অবশ্য সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েশেরও। তবে টিম ম্যানেজমেন্ট বাঁ হাতি ও ডান হাতি কম্বিনেশনের জন্য তামিমের সঙ্গে শামসুরকে খেলাতে পারেন।
বছরের প্রথম টেস্ট সিরিজ। তাই বাড়তি উচ্ছ্বাস কাজ করছে মুশফিকের ভেতর। শ্রীলঙ্কার বিপক্ষে আজ টেস্টটিতে ভালো খেলার জন্য মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক, 'আমাদের কাছে প্রতিটি টেস্টই ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাতে চাই। বছরের প্রথম টেস্ট সিরিজ। আমরা রোমাঞ্চিত। সবাই ভালো আছে এবং সবাই অপেক্ষায় আছেন ভালো শুরুর।'
ধারাবাহিকতা ধরে রাখতে চাইলেও প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অনেক কঠিন বলেই মনে করেন মুশফিক, 'শেষবার ওদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছিলাম। যদিও সিরিজ হেরেছিলাম। তারপরও আমাদের ব্যাটিং ভালো হয়েছিল। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন, তাদের বোলিং থেকে শক্তিশালী। তাদের বিপক্ষে আমাদের স্পিনারদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে। তবে ভালো করতে হলে আমাদের পেসারদের ভালো খেলতে হবে।'
বছরের প্রথম সিরিজ নিয়ে যতটা উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু প্রস্তাবিত দ্বি-স্তর ক্রিকেটের জন্য এখন সেখানে জায়গা নিয়েছে ভীতি, শঙ্কা। ভীতি, শঙ্কা নিয়েই আজ ক্রিকেট মাঠে আসবেন ক্রিকেটপ্রেমীরা খেলা উপভোগ করতে। ক্রিকেটাররা নামবেন সব শঙ্কাকে উড়িয়ে দিতে।
শিরোনাম
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
টেস্ট ঢাকায় দৃষ্টি দুবাই
টাইগার-লঙ্কানরা মুখোমুখি
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর