ট্র্যাফিক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পুলিশ গ্রেফতার করেছে পাকিস্তানের টেস্ট ক্রিকেটার উমর আকমলকে।
আজ এই ঘটনা ঘটেছে লাহোরের ফেরদৌস মার্কেটের কাছে।
তার বিরুদ্ধে গুলবার্গ পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হবে তাকে।
প্রধান ট্র্যাফিক কর্মকর্তা বলেন,‘আকমল ট্র্যাফিক সিগন্যাল অমান্য করেছেন। এবং ওয়ার্ডেন জীসানের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’
জানা গেছে, ওয়ার্ডেন কাগজপত্র দেখতে চাইলেও গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আকমল। এই কর্মকর্তাকে হুমকিও দিয়েছিলেন পাকিস্তানি তারকা।
আকমল এসব দাবি প্রত্যাখ্যান করে জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় কিছুটা জোরে গাড়ি চালিয়েছিলে বলে ওই ওয়ার্ডেন তার গাড়ি থামান। এই ক্রিকেটারের দাবি, ওই কর্মকর্তাই তার গালে থাপ্পড় মারেন।