ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আবেদন ও উন্মাদনা একটু বেশি। ঘরের মাঠে আসর; উজ্জীবিত মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। এমন সমীকরণের আসরে টাইগার অধিনায়ক মুশফিক স্বপ্ন দেখছেন বাছাইপর্ব ডিঙিয়ে চূড়ান্ত পর্বে খেলার। স্বপ্ন দেখাচ্ছেন ১৬ কোটি ক্রিকেট পিয়াসী ভক্তকে উদ্বাহু নৃত্যে মাতার। স্বপ্ন দেখলেই তো হবে না! বাস্তবতার কঠিন জমিন পার হতে হবে। সেই জমিন পার হতে আজ আফগানিস্তানের কঠিন হার্ডল টপকাতে হবে টাইগারদের। এশিয়া কাপে যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিপক্ষে হেরে পুরো দেশকে থমকে দিয়েছিলেন মুশফিকরা। তাই আজকের ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। একদিকে এটা যেমন অলিখিত ফাইনাল, তেমনি আবার প্রতিশোধেরও। এই কঠিন ব্যারিয়ার টপকানোর ম্যাচ আজ জিততে চান মুশফিক। খেলতে চান চূড়ান্ত পর্বে।
আজকের কঠিন লড়াইয়ে নামার আগে টানা ৯ ম্যাচে হারের ক্ষত রয়েছে টাইগারদের। সেই ক্ষতে টাইগাররা কিছুটা হলেও প্রলেপ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে। হউক প্রস্তুতি ম্যাচ! তারপরও টলটলায়মান আত্মবিশ্বাসে রসদ যুগিয়েছে জয় দুটি। ম্যাচ দুটি আত্মবিশ্বাসকে শানিত করেছে বলেন মুশফিক, 'জয় দুটি অবশ্যই মানসিকভাবে আমাদের সহায়তা করছে। এশিয়া কাপের শেষ দিকে কয়েকটা ম্যাচ আমরা ভালো খেলেছি। কিন্তু তার রেজাল্ট হয়তো পাইনি। এছাড়া প্রস্তুতি ম্যাচ দুটিতে হয়তো আমাদের মতো খেলতে পারিনি। তবে শেষ ম্যাচটি ভালো হয়েছে। আমি মনে করি এখন আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগই দল ভালো আছে। তবে এটা ঠিক, টি-২০ ফরম্যাটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। কাল (আজ) ওটার জন্যই মুখিয়ে আছি।'
দুই ধারায় বিভক্ত টি-২০ বিশ্বকাপের পঞ্চম আসরটি। প্রথম ধারায় বাছাইপর্ব। যেখানে খেলবে বাংলাদেশ। আজ আফগানিস্তান দিয়ে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করছে টাইগাররা। জয় দিয়েই শুরু করতে চান অধিনায়ক মুশফিক, 'আজকের ম্যাচে হারলেই বিদায়, তেমনটি ভাবছি না। যেহেতু প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তাই আজ জিততে চাই। প্রস্তুতি ম্যাচগুলোতে নেপাল ও হংকং ভালো খেলেছে। আমি মনে করি প্রত্যেকটি দলই শক্তিশালী। তবে কালকের (আজ) ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই মনোযোগ দিয়েছি।' চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন মুশফিক। ঘরের মাঠে আসর। তাই বাড়তি চাপ থাকবেই। বাড়তি চাপের কথা মানছেন না টাইগার অধিনায়ক, 'আমার মনে হয় না খুব বেশি চাপ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট খেললে চাপ থাকাই স্বাভাবিক।'
আফগানদের বিপক্ষে আজ মাঠের লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানও খেলেছে। মুশফিকরা জিতেছে দুটিই। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। এই হার টাইগারদের মানসিকভাবে সহায়তা করবে বলেই মনে করেন মুশফিক, '১৬৮ রান করার পরও হেরেছে আফগানিস্তান। এটা অবশ্যই বড় হার। এই হার আমাদের মানসিকভাবে সহায়তা করবে। অবশ্যই এটা মনে রাখতে হবে, টি-২০ আলাদা ফরম্যাটের খেলা। এই ফরম্যাটে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ। প্রতিপক্ষ হিসেবে যেমনই হউক না কেন তারা, জয়ের জন্য যা যা করা দরকার, সবকিছুই করব আমরা। মানসিক এবং শারীরিকভাবে সেটা করার জন্য সবাই আমরা প্রস্তুত।'
ঘাড়ের ব্যথায় শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপ খেলেননি তামিম ইকবাল। সুস্থ হয়ে ফিরেছেন টি-২০ বিশ্বকাপে। দুটি প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছেন এই বাঁ হাতি ওপেনার। তামিমের ফেরাটাকে পজিটিভ ভাবছেন স্বাগতিক অধিনায়ক, 'তামিমের ফেরাটা অবশ্যই ইতিবাচক।' আঙুলের ব্যথায় শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে কিপিং করেননি মুশফিক। আজ গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন, 'আঙুলে একটু ব্যথা আছে। তারপরও আজ কিপিং করতে চেষ্টা করব।' নিজের আঙুলে সামান্য ব্যথা থাকলেও দলের অন্য সদস্যরা ফিট বলেই জানান টাইগার অধিনায়ক।