পিচ নয়, ফাস্ট বোলাদের সাফল্যের চাবিকাঠি তাদের মানসিকতা- এমনটাই মনে করেন কিংবদন্তি পাক পেসার ওয়াকার ইউনুস।
সিএবি'র উদ্যোগে পেস বোলারদের নতুন প্রতিভা অন্বেষণে এসে গতকাল শনিবার কলকাতায় ওয়াকার বলেন, উপমহাদেশে দ্রুত গতির পিচ হবে এমনটা আশা করা মূর্খামি। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান থেকে বছরের পর বছর দুর্দান্ত ফাস্ট বোলার উঠে আসছে ৷ সুতরাং পিচ ভালো পেসার হতে সাহায্য করে এমনটা নয়, ফাস্ট বোলারদের মানসিকতাটাই আসল। আগ্রাসনই পেস বোলিংয়ের সাফল্যের চাবিকাঠি।
ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উদ্যোগে বাংলার প্রতিভার খোজে এই মুহূর্তে শহরে রয়েছেন ওয়াকার এবং শ্রীলঙ্কার কিংবদন্তি অফ-স্পিনার মুথাইয়া মুরলিধরন।
শহরের এক পাঁচতারা অনুষ্ঠানে টি-২০ বিশ্বকাপে আসন্ন ভারত-পাক ম্যাচ নিয়ে ওয়াকার বলেন, শক্তির বিচারে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে। আশা করি উত্তেজক ম্যাচ হবে। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না দলে ফেরা ভারতের জন্য ভালো খবর। আর পাকিস্তানের জন্য ভালো খবর, আফ্রিদির ফর্মে ফেরা।
অধিনায়ক সৌরভের সময়ে ভারতীয় দলে আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল সৌরভ। তার আগেও আমি ভারতের বিরুদ্ধে খেলেছি। কিন্তু সৌরভের ভারত অন্যরকম ছিল। দলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এনেছিল অধিনায়ক সৌরভ।
ডেল স্টেইনকেই এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার বলে মন্তব্য করেছে ওয়াকার। শুধু তাই নয়, প্রাক্তন এই পাক পেসারের চোখে গত ২০ থেকে ৩০ বছরে সেরা পেসার স্টেইন। ওয়াকার বলেন, আমার কাছে গত ৩০ বছরে স্টেইন বিশ্বের সেরা পেসার। এমনকি অতীতে দক্ষিণ আফ্রিকায় স্টেইনের মতো পেস বোলার জন্ম নেয়নি।
তার মানে কিংবদন্তি প্রাক্তন প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডের থেকেও স্টেইনকে এগিয়ে রাখছেন ওয়াকার। স্টেইনের সঙ্গে মিচেল জনসনের তুলনা করে প্রাক্তন পাক পেসার আরও বলেন, এটা বলা কঠিন। তবে দু’জনেই দুর্দান্ত বোলার। সম্প্রতি মিচেল পুরনো ছন্দ ফিরে পেয়েছে। কিন্তু গত ১০ বছর ধরে একই রকম পারফর্ম করে আসছে স্টেইন।
আজ রবিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। কোয়ালিফায়ার রাউন্ডে উদ্বোধনী ম্যাচে রবিবার আয়োজক বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। সদ্য এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তান। ভারতের প্রথম ম্যাচে ২১ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে।