ওয়েন রুনির জোড়া গোলে ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। তবে জন টেরির আত্মঘাতী গোলে ১-০ তে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। ইউনাইটেডের হয়ে অপর দুটি গোল করেছেন জুয়ান মাতা ও জাভিয়ার হার্নান্দেজ।
৩২ ম্যাচ শেষে চেলসি ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। আজ রবিবার লিভারপুল অ্যানফিল্ডে লড়াই করবে টটেনহ্যামের সঙ্গে (বাংলাদেশ সময় রাত ৯টা)।