কাকার জোড়া গোল। মারিও বালোতেলির অনবদ্য গোলের সুবাদে শনিবার সিরি-এতে কিয়েভোর বিরুদ্ধে তিন গোলে জিতল এসি মিলান। এই ম্যাচ জেতার পরে সিরি-এ লিগ টেবিলে আট নম্বরে উঠে এলেন কাকারা।
বালোতেলিকে নিয়ে কোনদিনই আগাম মন্তব্য করা যায় না। যেদিন খেলবেন সেদিন প্রতিপক্ষ দাঁড়াতেই পারবে না। এদিন শুরুতেই জ্বলে উঠলেন তিনি। চার মিনিটের মধ্যে গোল করে মিলানকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ২৭ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান বাড়ান কাকা। বিরতির সময় দু’ গোলেই এগিয়ে ছিল মিলান। বিরতির পরে ফের গোল করেন কাকা। এরপরও গোলের সুযোগ পেয়েছিল মিলান। যদিও বালোতেলিদের ব্যর্থতায় আর গোলের ব্যবধান বাড়েনি।