এক সময় ওল্ড ট্র্যাফোর্ডে ফার্গুসনের অনুগত শিষ্য ছিলেন রায়ান গিগস। রুনিদের সতীর্থ ছিলেন তিনি। এবার সতীর্থের ভূমিকা ছেড়ে রুনিদের গুরুর ভূমিকায় নেমেছেন ওয়েলসিয়ান এই তারকা। কোচ রায়ান গিগসের প্রথম অভিযান সফলই হলো। ওল্ড ট্র্যাফোর্ডে ৪-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ২৫ বছর মাঠের লড়াইয়ে ম্যানইউতে অসংখ্য সফলতা পেয়েছেন রায়ান গিগস। ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে প্রথম পদক্ষেপেই সফল হলেন তিনি।
এদিকে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে লিভারপুলের আরও কাছে পৌঁছে গেছে চেলসি। এনফিল্ডে তারা লিভারপুলকে দাম্বা বে ও উইলিয়ামের গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে। এর ফলে লিভারপুল ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি।
টানা পরাজয়ের ধাক্কা। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় নিজেদের ইতিহাসে সর্বনিম্নে অবস্থান। তারকাদের সঠিক স্থানে ব্যবহার না করার ব্যর্থতা। সবমিলিয়েই ডেভিড ময়েসকে পদচ্যুত করেছিল ম্যানইউ। রেড ডেভিলরা দায়িত্ব সঁপেছিল রায়ান গিগসের কাঁধে। ওয়েইন রুনি এবং হুয়ান মাতা দুজনেই দুটি করে গোল করে ম্যানইউকে এনে দিয়েছেন বিশাল জয়। এ জয়ে ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রয়েছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে টটেনহ্যাম ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। অন্তত ইউরোপা লিগ খেলতে হলেও ষষ্ঠ স্থানে উঠতে হবে ম্যানইউকে। জয় দিয়ে শুরু। রায়ান গিগসের অনুভূতিটা কেমন হতে পারে! দারুণ কিছু নিশ্চয়ই! কিন্তু গিগস অনুভূতি লুকিয়ে বলেছেন, 'সত্যি বলতে, আমি এখন সান্ডারল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছি। এই ম্যাচেই আমার মনোযোগ কেন্দ্রীভূত আছে।' গিগস চুপ থাকলেও ম্যাচ শেষে রুনি বলেছেন, 'গিগসেরই ম্যানইউতে থাকা উচিত।' অন্তর্বর্তীকালীন চাকরিটা কি তবে গিগসের স্থায়ী হতে চলেছে! ফার্গুসনের সমর্থন তিনি আগেই পেয়েছেন। রুনিরাও এক সময়ের সতীর্থকে গুরু হিসেবে মেনে নিয়েছেন সানন্দে। সবদিক ভেবে ম্যানইউ শেষ পর্যন্ত গিগসকেই চূড়ান্ত দায়িত্ব দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন দেখা যাক, মৌসুম শেষে গিগসের ভবিষ্যৎ কোথায় গিয়ে শেষ হয়! আপাতত তার সামনে রয়েছে মাত্র তিনটা ম্যাচ।