জিমন্যাস্টিক্সে সম্ভাবনা ছিল প্রচুর। এক সময়ে দেশে এ খেলার জনপ্রিয়তাও কম ছিল না। জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় প্রতিযোগিতা দেখতে অনেক দর্শকের দেখা মিলত। পুরুষ ও মহিলা বিভাগে মানসম্পন্ন জিমন্যাস্ট থাকার পরও নজর না দেওয়াতে তাদের সাফল্য জাতীয় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ। এখন না আছে জনপ্রিয়তা না আছে মান। দ্বন্দ্বে জড়িয়ে জিমন্যাস্টিক্স হুমকির মধ্যে পড়ে আছে। বলা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ খেলা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান অবশ্য দ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন, জিমন্যাস্টিক্সে এখনো প্রচুর সম্ভাবনা আছে। দেশে ভালোমানের জিমন্যাস্টও রয়েছে। কিন্তু অর্থটাই এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। টাকা পেলে জিমন্যাস্টদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে এ খেলার চেহারা বদলে দেওয়া যায়।
খেলোয়াড়রা বড় কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারছেন না। তাই নিজেদের মানও যাচাই করা যাচ্ছে না। গত লন্ডন অলিম্পিকে বাংলাদেশের একজন জিমন্যাস্ট অংশ নিয়েছিলেন। এ নিয়েও অনেক বিতর্ক উঠেছিল। কেননা দেশে জিমন্যাস্ট থাকলেও দুনিয়া সেরা এ গেমসে অংশ নিয়েছিলেন আমেরিকা প্রবাসী বাংলাদেশের জিমন্যাস্ট কাজী সাইক সিজার। আহমেদুর রহমানের বক্তব্য ছিল এ নিয়ে আমি বিতর্ক ওঠার কোনো কারণ দেখছি না। সিজার দীর্ঘদিন আমেরিকায় বসবাস করলেও জন্মসূত্রে বাংলাদেশি। ওর বাবা সিজার এক সময় দেশে নামকরা ফুটবলার ছিলেন। সাইক আমেরিকায় বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য পাওয়াতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতি নিয়ে তাকে অলিম্পিকে পাঠানো হয়েছিল। এটা ঠিক গেমসে সে ভালো করতে পারেনি। এবারে আমরিকাতে ভালোমতো প্রস্তুতি নিচ্ছে বলে তাকেই কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে। দুটি গেমসে সাইক ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন। আহমেদুর রহমান বলেন, এশিয়ান গেমসের চেয়েও কমনওয়েলথ গেমসে ভালো করবে আশা রাখছি। দেশে তার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হলো না কেন? আহমেদুর বলেন, দেশে যদি কোনো ভালোমানের বিদেশি কোচ দিয়ে সাইককে প্রশিক্ষণ করান হতো তাহলে কোচের পেছনে প্রতি মাসে ৫ হাজার ডলার বেতন গুণতে হতো। এই অর্থ দেওয়ার সামর্থ্য ফেডারেশনের নেই। আমেরিকায় ওর প্রশিক্ষণের পেছনে প্রতিমাসে ১ থেকে বড়জোর দেড় হাজার ডলার খরচ হতে পারে। এ যুক্তিটা আবার মানছেন না দেশের বেশ ক’জন জিমন্যাস্ট। জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ পাওয়া এক জিমন্যাস্ট বলেন, আমাদের আপত্তি থাকত না সাইক সিজার যদি উন্নতমানের জিমন্যাস্ট হতেন। আমেরিকাতে উনার সাফল্যের কথা বলা হচ্ছে কিন্তু তা কি মানের সেটাও পরিষ্কার করতে হবে। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে দেশে জিমন্যাস্টরা খেলা চালিয়ে যাচ্ছেন। এখন তাদের বাদ দিয়ে যদি বার বার সাইক বড় বড় গেমসে অংশ নিয়ে থাকেন এর চেয়ে কষ্ট আর কি হতে পারে।
শিরোনাম
- বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিডনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
- কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ
- সৌন্দর্য মেলে ধরেছে লাল শাপলা
- ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৩৫৩ জন
- এনবিআরের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- বন্যায় নিরাপত্তাহীনতায় নারীরা, স্বাস্থ্যঝুঁকি ও মৌলিক চাহিদায় প্রভাব
- সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু
- ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
- জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
- চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
কমনওয়েলথ এশিয়ান গেমসেও সাইক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর