নিজেদের প্রথম বিশ্বকাপে (১৯৮২) প্রথম ম্যাচ খেলতে নামল আলজেরিয়া স্প্যানিশ শহর গিজনের এল মলিনন স্টেডিয়ামে। প্রতিপক্ষ দুই বারের (১৯৫৪ ও ১৯৭৪) বিশ্ব পশ্চিম জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে ভয়াবহ দুর্যোগগুলোর একটা ঘটল সেদিন। এল মলিনন স্টেডিয়ামের ৪২ হাজার দর্শক প্রত্যক্ষ করল এক নবাগতের কাছে চ্যাম্পিয়নদের পরাজয়। ১৯৬৬'র বিশ্বকাপে উত্তর কোরিয়া নিজেদের প্রথম বিশ্বকাপের ইতালিকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। আলজেরিয়া ১৯৮২ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেও কিন্তু নকআউট পর্ব খেলতে পারেনি। গোল ব্যবধানের মারপ্যাঁচে পশ্চিম জার্মানির সঙ্গী হয় অস্ট্রিয়া। আলজেরিয়ানরা এরপর আরও দুইবার (১৯৮৬ ও ২০১০) বিশ্বকাপ খেললেও কোনো জয় পায়নি। নকআউট পর্ব তাদের জন্য এখনো স্বপ্নই রয়ে গেছে।
ব্রাজিল বিশ্বকাপে আলজেরিয়া এইচ গ্রুপে মুখোমুখি হবে রাশিয়া, বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া। এ গ্রুপে রাশিয়াই সবচেয়ে ফেবারিট। তবে বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়াও শক্তিশালী দল। ইউরোপীয়ান প্রতিপক্ষই হবে আলজেরিয়ার প্রধান বাধা। র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া (৫৬) অবশ্য আলজেরিয়ার অনেকটা দূরে। বেলজিয়াম (১২) ও রাশিয়া (১৮) র্যাঙ্কিংয়ে আগে থাকলেও খুব একটা পিছিয়ে নেই আলজেরিয়াও (২৫)। আলজেরিয়ানরা স্বপ্ন দেখতেই পারে নকআউট পর্বে খেলার। ইউরোপীয়ান ফুটবলের সঙ্গে ভালোই পরিচিতি আছে আফ্রিকানদের। ইন্টার মিলান, নেপোলি, টটেনহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, গেটাফেতে আলজেরিয়ান ফুটবলাররা খেলছেন দাপটের সঙ্গে। এছাড়া ফরাসি ও স্প্যানিশ লিগেও রয়েছে তাদের সরব উপস্থিতি। দলের প্রধান তারকা আল আরবি হিলেল সাউদানি খেলেন ক্রোয়েশিয়ান ক্লাব ডাইনামো জাগরেবে। এরইমধ্যে মাত্র ২০ ম্যাচ খেলে আলজেরিয়ার জার্সিতে তিনি ১০ গোল করেছেন।
আফ্রিকান ফুটবলের অন্যতম প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে আলজেরিয়া। কোচ বাহিদ হ্যালিহদজিচ দলটাকে চমৎকারভাবেই গড়ে তুলেছেন। বিশ্বকাপে তার লক্ষ্য চমৎকার ফুটবল উপহার দেওয়া। রাশিয়া, বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা কতটা কঠিন, তা তিনি ভালোই জানেন। তবে তার দলে সাফির তাইদার এবং আল আরবির মতো তারকা রয়েছে। অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয় আছে আলজেরিয়ান দলে। এই দলটা যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে বিশ্বকাপে। এর প্রমাণ এরইমধ্যে দিয়েছে তারা। গত নয় ম্যাচে আলজেরিয়া মাত্র একটা ম্যাচ হেরেছে। জিতেছে সাতটা।
এক নজরে আলজেরিয়া
ডাক নাম : দি গ্রিনস
কোচ : বাহিদ হ্যালিহদজিচ
অধিনায়ক : মাদজিদ বুঘেরা
ফিফা র্যাঙ্কিং : ২৫
প্রধান তারকা : আল আরবি,
ইসলাম সিলমানি
সফির তাইদার
ম্যাচ ডে : ১৭ জুন (বেলজিয়াম)
২২ জুন (দক্ষিণ কোরিয়া)
২৬ জুন (রাশিয়া)
গ্রুপ এইচ : আলজেরিয়া, রাশিয়া
বেলজিয়াম ও দক্ষিণ
কোরিয়া