ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর জন্য গ্রুপ পর্ব পাড়ি দেওয়াটা কঠিনই হবে। ব্রাজিল ছাড়াও 'এ' গ্রুপে মেঙ্কিানদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং ক্যামেরুন। ১৯৭৮ বিশ্বকাপের পর আর কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি মেক্সিকোকে। অবশ্য ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপে খেলতে পারেনি মেক্সিকো। ১৯৯৪ সাল থেকে সবগুলো বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড খেলেছে ল্যাটিন আমেরিকান সেরা এই ফুটবল শক্তি। ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করার জন্য মেক্সিকোকে দুর্দান্ত একটা দলই গঠন করতে হবে। শুক্রবার মধ্যরাতে মেক্সিকান কোচ মিগুয়েল হেরেরা বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। দলে স্থান পেয়েছেন ম্যানইউর স্ট্রাইকার হ্যাভিয়ের হার্নান্দেজসহ প্রায় সব প্রধান তারকা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক বার্সেলোনা তারকা রাফায়েল মারকুয়েজ। এটা তার টানা চতুর্থ বিশ্বকাপ! দলে বিস্ময়করভাবে স্থান পেয়েছেন টাইগার্সের ডিফেন্ডার কার্লোস সালচিডো। মেক্সিকো এই দল নিয়েই বিশ্বকাপের আগে চারটা প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ মে ইসরায়েল, ৩১ মে ইকুয়েডর, ৩ জুন বসনিয়া-হার্জেগোভিনা এবং ৬ জুন পর্তুগালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো।
গোলরক্ষক : গুইলারমো ওকুয়া (আয়াচ্চিও), হোসে ডি জেসাস করোনা (ক্রুজ আজুল) ও আলফ্রেডো তালাভেরা (টলোকা)।
ডিফেন্ডার : কার্লোস সালচিডো (টাইগার্স), রাফায়েল মারকুয়েজ (লিঁওন), আন্দ্রেস গুয়ার্দাদো (বায়ার লেভারকুজেন), ফ্রান্সিসকো জাভিয়ের রদ্রিগেজ (আমেরিকা), হেকটর মোরেনো (এসপানিয়ল), পল আগুইলার (আমেরিকা), দিয়েগো রেয়াস (পোর্তো) ও মিগুয়েল লেয়ান (আমেরিকা)।
মিডফিল্ডার : কার্লোস পেনা (লিঁওন), মারকো ফ্যাবিয়ান (ক্রুজ আজুল), লুইস মন্টেস (লিঁওন), হেকটর হেরেরা (পোর্তো), হুয়ান কার্লোস মেডিনা (আমেরিকা), আইজ্যাক ব্রিজুয়েলা (টলোকা) ও হোসে হুয়ান ভাজকুয়েজ (লিঁওন)।
ফরোয়ার্ড : জিওভানি ডস সান্তোস (ভিলারিয়াল), হ্যাভিয়ের হার্নান্দেজ (ম্যানইউ), অরিবে পেরাল্টা (সান্তোস লাগুনা), রাউল জিমেনিজ (আমেরিকা) ও অ্যালান পুলিডো (টাইগার্স)।