বিশ্বকাপের বাকি আরও এক মাস। ১২ জুন স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এ আসরের। তারকা মহাতারকাদের মিলনমেলা। এবার বিশ্বকাপে ক্রীড়ামোদীদের দৃষ্টি জুড়ে থাকবেন দুই কিংবদন্তি আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তাছাড়া এবারের বিশ্বকাপে দুই তারকাই সবচেয়ে দামি। ব্রাজিলের বাণিজ্যিক দৈনিক 'ভেলর' এর নিরুপণ অনুযায়ী, এবারের বিশ্বকাপে দলগতভাবে সবচেয়ে বেশি দাম উঠেছে ব্রাজিল দলের, ৫০ কোটি ইউরো। বার্সা তারকা মেসির দাম উঠেছে ১৩ কোটি ৮২ লাখ ইউরো। দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর দাম ১০ কোটি ৭৩ লাখ ইউরো। গত চার বছরে গ্রহান্তরের ফুটবল উপহার দেওয়ায় দুই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপে বুঁদ হয়ে থাকবে ফুটবলপ্রেমী। বিশ্বকাপের মূল আকর্ষণই যে তারা দুইজন। ব্রাজিলও প্রস্তুত দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নেওয়ার জন্য। তাদের জন্য নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। ১২ স্টেডিয়ামকে কেন্দ্র করে নিয়োগ করা হবে দেড় লাখ পুলিশ ও সৈনিক। এছাড়া ২০ হাজার বেসরকারি নিরাপত্তাবাহিনী সার্বক্ষণিক টহল দিবে।
এবার নিরাপত্তা ব্যবস্থাও অন্য যেকোনো বিশ্বকাপের চেয়ে অনেক বেশি জোরালো হবে। গত বছর ব্রাজিলে সরকার পতন আন্দোলন হয়। তারপর থেকে বিভিন্ন শহরে কখনো কখনো আন্দোলন চোখে পড়ে। বিশ্বকাপ ভেন্যুর আশেপাশে যাতে সরকার বিরোধীরা কোনোধরনের সহিংসতা করতে না পাড়ে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এখন সফলভাবে বিশ্বকাপ সম্পন্ন করাই ব্রাজিলের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফিফারও। যদিও কিছুদিন আগে ব্রাজিল বিশ্বকাপ যথাসময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল ফিফা। কিন্তু স্বাগতিকরা যথা সময়েই তাদের স্টেডিয়ামগুলো প্রস্তুত করেছে। ভেন্যুর কাজে ব্যয় করা হয়েছে ৪২৪ মিলিয়ন ডলার। ৬৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সবচেয়ে বড় স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে গত ডিসেম্বরে। যদিও বিশ্বকাপের ১২ স্টেডিয়ামের মধ্যে মাত্র ৬ স্টেডিয়ামের কাজ ফিফার বেধে দেওয়া সময়ের মধ্যে শেষ। বিশ্বকাপের ভেন্যু পুনর্নির্মাণ কাজে দুর্ঘটনায় মোট ৮ জন শ্রমিক নিহত হয়। তারপরেও সব স্টেডিয়াম প্রস্তুত হওয়ায় ফিফাও হাফ ছেড়ে বেঁচেছে। ফিফার জেনারেল সেক্রেটারি জেরোমি ভালকে বলেন, 'আমরা সেই শুরু থেকেই ব্রাজিলকে সমর্থন দিয়েছি। জানতাম একটু সমস্যা হলেও শেষ পর্যন্ত কাজটা সফলভাবেই শেষ হবে। কিন্তু এখন কাজ শেষ হলে বিপদে পড়ে যেত ফিফা। তাই এখন স্বস্তি। হয়তো আয়োজনের দিক দিয়ে এবারের বিশ্বকাপই অতীত সব রেকর্ড মুছে দিতে পারে। ব্রাজিলের নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো। সব মিলে দারুণ এক বিশ্বকাপই হতে যাচ্ছে।'
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        